
চিরশ্রদ্ধায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—যাঁর নাম উচ্চারণের সাথে সাথে বাঙালির হৃদয়ে জাগে স্বাধীনতার উজ্জ্বল আলো, মুক্তির গর্বিত স্মৃতি এবং অবিচল সাহসের অগ্নিশিখা। তিনি শুধু একজন রাজনৈতিক নেতা নন; তিনি ছিলেন এক মহানায়ক, যিনি নিপীড়িত, বঞ্চিত ও শোষিত মানুষের অধিকার আদায়ের জন্য আজীবন সংগ্রাম করেছেন।
পাকিস্তানি শাসকগোষ্ঠীর অন্যায়, বৈষম্য ও দমননীতির বিরুদ্ধে তিনি যে সংগ্রামের সূচনা করেছিলেন, তা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রূপ নিয়ে এনে দেয় বাংলাদেশের স্বাধীনতা। বঙ্গবন্ধুর অসীম ত্যাগ, দূরদর্শিতা এবং অবিচল নেতৃত্ব না থাকলে হয়তো স্বাধীনতার স্বপ্ন আজও বাঙালির কাছে অধরাই থেকে যেত।
১৫ আগস্ট ১৯৭৫—ইতিহাসের এক কালো রাত, যখন ঘাতকের বুলেটে স্তব্ধ হয়ে যায় বঙ্গবন্ধুর জীবন, কিন্তু নিভে যায়নি তাঁর আদর্শের শিখা। সেই শিখা আজও প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিচ্ছে মুক্তি, গণতন্ত্র, মানবাধিকার ও ধর্মনিরপেক্ষতার চেতনা।
আজ তাঁকে চিরশ্রদ্ধা জানাতে গিয়ে আমরা শুধু অতীত স্মরণ করি না, বরং প্রতিজ্ঞা করি—যে স্বপ্ন ও আদর্শ বঙ্গবন্ধু আমাদের জন্য রেখে গেছেন, তা রক্ষা করব, এগিয়ে নিয়ে যাব।
তিনি বাঙালির আত্মপরিচয়ের স্থপতি, স্বাধীনতার নায়ক, ইতিহাসের চিরন্তন আলোকবর্তিকা।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান—আপনি চিরঅম্লান, চিরঅবিনশ্বর।
যতদিন রবে পদ্মা-মেঘনা-গৌরী-যমুনা বহমান,
ততদিন রবে কীর্তি তোমার, শেখ মুজিবুর রহমান।।